জেনে নিন আপনার সিসিটিভি ক্যামেরা সুরক্ষিত রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস !!

আপনার  সিসিটিভি ক্যামেরা সুরক্ষিত রাখার কিছু গুরুত্বপূর্ণ  টিপস !!   আশা করি আপনারা যারা এই আর্টিকেলটি পড়ছেন তাদের বাসা অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ইন্সটল করা আছে অথবা লাগাতে চাচ্ছেন।

আজকে আমি আপনাদেরকে কিছু অতি গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনার লাগানো সিসিটিভি ক্যামেরা টি বছরের পর বছর ভালো রাখতে পারবেন।


নিয়মিত লেন্স এবং প্রোটেকটিভ কভার পরিষ্কার রাখুন,এক্ষেত্রে  অবশ্যই পরিষ্কার নরম কাপড় ব্যবহার করবেন কাপড়টি যেন ভেজা না হয়। তারের সংযোগ গুলো চেক করুন, ক্যামেরা যে তার এর মাধ্যমে সংযোগ দেয়া আছে এই তার টি সংযোগ গুলো চেক করবেন যেমন ইঁদুরে কেটে দিছে কিনা অথবা চাপা পড়ে আছে কিনা এগুলো লক্ষণ করবেন।

পাওয়ার সাপ্লাই এগুলা ঠিকঠাক আছে কিনা মাঝেমধ্যে চেক করবেন। ক্যামেরার চারপাশে আলোর অবস্থা কেমন তা পরীক্ষা করুন।

নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং ডিভিআর বা এনভিআর পাসওয়ার্ড পরিবর্তন করার সময় অবশ্যই ইমেইল এড্রেস অথবা মোবাইল ফোন নাম্বার ব্যবহার করুন।

আপনার ক্যামেরা বা ডিভিআর, এনভিআর আপ টু ডেট রাখুন। গুরুত্বপূর্ণ ডেটা হারানো এড়াতে নিয়মিত ফুটেজ ব্যাকআপ নিশ্চিত করুন।

ক্যামেরা অনলাইনে আছে কিনা তা নিয়মিত চেক করুন। Hard Disk Drive ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা তা চেক করুন। সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে অন্তত প্রতি দুই মাসে একবার করে আপনার সেটআপটি চেক করিয়ে নিন।

কোন সমস্যা দেখা দিলে অবশ্যই তাৎক্ষণিক সার্ভিস প্রোভাইডারে শরণাপন্ন হন।এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল বা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেইজে লাইক দিবেন।

আর এই বিষয়ে কোন মতামত জানতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad