অপটিক্যাল ফাইবার কি? কত প্রকার এবং এর গঠন ও সুবিধা ও অসুবিধা

 চলেন জেনে নিই অপটিক্যাল ফাইবার কি? কত প্রকার এবং এর গঠন ও সুবিধা ও অসুবিধা  সম্পর্কে খুঁটি নাটি। 

অপটিক্যাল ফাইবার হচ্ছে আলো পরিবহন করতে সক্ষম একপ্রকার তার বা মাইক্রোওয়েভ গাইড। এটি একপ্রকার গ্লাস ফাইবার। যার মাধ্যমে কোন ডাটাকে আলোক শক্তিতে রূপান্তর করে এর মধ্য দিয়ে ট্রান্সফার করা হয়। 



ট্রান্সমিশন পথ হিসেবে এর বড় সুবিধা হচ্ছে খুব সহজে দ্রুত গতিতে ইনফরমেশন বহুদূরে পাঠানো যায়, এবং একই সাথে অধিক বিশিষ্ট ডাটা কে পাঠানো যায়, যা এটি বহন করতে সক্ষম। অপটিক্যাল ফাইবারের ওজন কম এবং উচ্চ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট ও ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ মুক্ত হওয়ায় টেলিফোন বা ইন্টারনেট যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ ভাবে ভূমিকা রাখছে।

আসুন জেনে নিই অপটিক্যাল ফাইবারের প্রকার সম্পর্কেঃ

 অপটিক্যাল ফাইবার প্রধানত দুই প্রকার হয়: 

১) সিঙ্গেল মোট ফাইবার - এ ধরনের ফাইবারের মধ্য দিয়ে কেবলমাত্র একটি মুডে সিগন্যাল পাঠানো যায়।

২) মাল্টিমোড ফাইবার - এ ধরনের ফাইবারের মাধ্যমে অনেকগুলো মুডে সিগনাল পাঠানো যায়।

#মাল্টিমোড ফাইবার আবার দুই ভাগে ভাগ করা হয়েছেঃ-

i) স্টেপ ইনডেক্স ফাইবার

ii) গ্রেডেড ইনডেক্স ফাইবার

#আবার স্টেপ ইনডেক্স ফাইবার দুই ধরনের হতে পারেঃ-

a) মাল্টিমোড স্টেপ ইনডেক্স ফাইবার

b) সিঙ্গেল মুড স্টেপ ইনডেক্স ফাইবার

চলেন একটু অপটিক্যাল ফাইবারের মৌলিক গঠন সম্পর্কে জেনে নিইঃ-

অপটিক্যাল ফাইবার তিনটি সমকেন্দ্রিক স্তরের সমন্বয়ে গঠিতঃ-



১) কোর, কোর হচ্ছে গ্লাস বা প্লাস্টিক দিয়ে তৈরি ফাইবারের সবচেয়ে ভিতরে অংশ এটি ফাইভারের ট্রান্সমিশন অঞ্চল হিসেবে কাজ করে করে একটি নির্দিষ্ট রিফ্লেক্টিভ ইনডেক্স থাকে যাকে লোমেজ দ্বারা প্রকাশ করা হয় বড় ধরনের কোর একত্রিত করলে বেশি আলো ট্রান্সমিশনের কাজ করতে পারে।

২) ক্লাডিং, কোরের চারিদিকের অংশকে প্লানিং বলে। যা আলো অতিসরঙ্ক করে আলোর প্রতিসরাঙ্ক থেকে ভিন্ন। ইহা গ্লাস বা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। য়াড ইঙ্কের বাউন্ডারি বলা হয়

৩) কোটিং বা জ্যাকেট, কোর এবং প্লাটিং এর বাইরের অংশে চতুরদিকে আবৃত স্তরকে কঠিন বলে কঠিন কে জ্যাকেট বলা হয় ইহা প্লাস্টিক কিংবা পলিমার দ্বারা তৈরি জ্যাকেটটি অপটিক্যাল ফাইবারের আদ্রতা শোষণ করা, ভেঙে যাওয়া এবং অন্যান্য আঘাত থেকে রক্ষা করে।

আসুন জেনে নিয়ে অপটিক্যাল ফাইবারের সুবিধা সমূহঃ-

আজ কাল ইন্টারনেট   কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত তারের লাইনগুলো অপটিক্যাল ফাইবার ব্যাবহার হচ্ছে। সাধারণ তারের লাইন গুলো যেমন Cat6 বা Cat5 থেকে অপটিক্যাল ফাইবার গুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যায়। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অনেক ব্র্যান্ডউইথ একই সাথে ট্রান্সফার করা যায়। অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে ডাটা ট্রান্সফারের খরচ কম হওয়ার কারণে সেন্ডার থেকে রিসিভারের দূরত্ব অনেক বেশি হয়ে থাকে। যা অন্যান্য ক্যাবল এর ক্ষেত্রে সম্ভব না ‌। অপটিক্যাল ফাইবার ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টার ফিয়ারেন্স মুক্ত যার ফলে নিরাপদে কমিউনিকেশন করা যায়।এছাড়া ডিশ লাইন  ক্যাবল অথবা টুইস্টেড পেয়ার এর তুলনায় অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে বহু দূরে সিগনাল পাঠানো যায়।

আসুন জেনে নিয়ে অপটিক্যাল ফাইবারের কিছু অসুবিধা সমূহঃ-

যদিও অপটিক্যাল ফাইবারের অসুবিধা তুলনায় সুবিধাসমূহ অনেক বেশি তারপরেও এর সীমাবদ্ধতা সম্পর্কে জানা জরুরী।

১) কার্যতো অপটিক্যাল ফাইবার ক্যাবল কাঁটা বা ছেড়া পড়লে এটি জয়েন করতে অতিরিক্ত খরচের প্রয়োজন হয়।

২) ইলেকট্রিক্যাল বা ডিস লাইনের কেবল মতো এটি বাঁকানো যায় না যার ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩) সাধারণত অপটিক্যাল ফাইবার দক্ষ মানুষ ছাড়া মেরামত সম্ভব হয় না।

আজকে এই পর্যন্ত আরো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad