জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়ে গেল জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড দাহুয়া পণ্যের লঞ্চিং প্রোগ্রাম। এখন থেকে স্মার্ট টেকনোলজি তাদের পার্টনারের মাধ্যমে সারাদেশে দাহুয়া প্রযুক্তিপণ্যগুলো বিপণন ও বিক্রয়োত্তর সেবা দেবে।
গত বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর গাজীপুরে ছারা রিসোর্টে পার্টনারশিপ লঞ্চিং প্রোগ্রাম আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাহুয়া টেকনোলজি বাংলাদেশের সেলস ম্যানেজার, চ্যানেল সেলসম্যান ম্যানেজা, প্রডাক্ট ম্যানেজার, সহ আরো অনেকে। অনুষ্ঠানের দাহুয়া টেকনোলজি বাংলাদেশের কর্মকর্তা বলেন স্মার্ট টেকনোলজি লিমিটেড এর সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা করছি স্মার্ট টেকনোলজির সঙ্গে আমাদের ব্যবসায় অদূর ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে উপস্থিত সকল পার্টনারদের সার্টিফিকেট প্রদান করা হয় সাংস্কৃতি অনুষ্ঠান এবং নৈশভোজনের মাধ্যমে পার্টনারশীপ লঞ্চিং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এখন থেকে দেশের বাজারে দাবা ব্যান্ডের সব ধরনের প্রযুক্তি অন্য সরকার করবে স্মার্ট টেকনোলজিবি লিমিটেড।
চলুন জেনে নেয়া যাক স্মার্ট টেকনোলজি যে সকল দাহুয়া পণ্যের বাজারে ছাড়ছেঃ
*DAHUA HD CCTV CAMERA
*DAHUA HDCVI DVR/XVR
*DAHUA IP CAMERA
*DAHUA NVR
* DAHUA ACCESSORIES LIKE (ADAPTER,VIDEO BALUN,CABLE,SWITCH,HDD,SSD,ETC)