কিভাবে CAT6 বা CAT5 ক্যাবল কানেক্টরের সাথে সংযোগ করবেন ?

আমাদের প্রায় ইন্টারনেট ক্যাবলের কানেক্টর এর সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো বা বাসায় কখনো বা অফিসে! সমস্যা একটাই কানেক্টর ভেঙে গেছে অথবা পিনগুলো ঠিকঠাক কাজ করছে না। আপনার কাছে যদি এই ৫০০ থেকে ৬০০ টাকা মূল্যের কিন্টুস্তি থাকে তাহলে আপনি এই সফল সমস্যার সমাধান করতে পারবেন নিমিষেই। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে RJ45 কানেক্টর  ইন্টারনেট ক্যাবলের সাথে সংযোগ করতে হয়।



আমরা যে প্রসেসটার মাধ্যমে জোড়া লাগাবো এই সম্পূর্ণ প্রসেসটার নাম ক্রিম্পিং এর জন্য যে টুলস এর ব্যবহার করা হয় তার নাম ক্রিম্পিং টুলস। এটি বাজারে বিভিন্ন মূল্যের পাবেন আপনারা নিচের যে ক্রিম্পিং টুলস এর ছবিটি দেখতে পাচ্ছেন এটির মূল্য ৫০০ থেকে ৬০০ টাকা নিতে পারেন। সাধারণত ক্যাট সিক্স বা ক্যাট 5 ক্যাবল বাসা বাড়ি বা ইন্টারনেট কানেকশনের জন্য লাগানো থাকে। এছাড়া আপনাকে জয়েন করার জন্য আরজে ৪৫ কানেক্টর প্রয়োজন পড়বে।

এখন কেবিলটি আমরা TIA 568B a standard অনুযায়ী ক্যাবলের মধ্যে থাকা কোড গুলোকে সাজাবো। নিচে দেওয়া কারণ অনুযায়ী।

১) সাদা কমলা
২) কমলা
৩) সাদা সবুজ
৪) নীল
৫) সাদা নীল
৬) সবুজ
৭) সাদা বাদামি
৮) বাদামি

এরপর কানেক্টর টি মধ্যে কেবল গুলো ঢুকিয়ে ক্রিম পিন্ট টু এর মাধ্যমে চাপ দিতে হবে। চাপ দেয়ার ফলে কানেক্টরের সাথে কেবল গুলো ভালোভাবে লেগে যাবে এবং কানেক্টরের মধ্যে থাকা তিন গুলার সাথে কেবল এর কোড গুলো সংযোগ হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad