চলমান বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভিন্ন সরকারি আধা সরকারি অফিস সমূহ খোলা রাখার সময় কিছুদিন আগে পরিবর্তন করে। এবার এর কিছুদিন না যেতে যেতে আবার শীত চলে আসার কারণে আগামী ১৫ নভেম্বর থেকে বদলে যাচ্ছে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস সময়। সকাল ৯টায় শুরু হবে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া এই বৈঠকে আরো আলোচনা করে সরকার একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে অফিস আদালতের ছুটির ক্ষেত্রে। যা বাস্তবায়ন হলে বিভিন্ন হরতাল ধর্মঘট চলাকালীন জরুরী সেবা দানকারী প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবে না। যদি বন্ধ রাখে তাহলে এক লাখ টাকা জরিমানা ব্যবস্থা করবে। এছাড়াও পরবর্তীতে এর সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করবেন বলে জানান। এছাড়াও স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি এক দিনের পরিবর্তে দুই দিন করেন। যার ফলে শুক্রবার এবং শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। মন্ত্রিপরিষদ সচিবার বলেন ব্যাংকের বিষয় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে এবং তারা সিদ্ধান্ত নিয়ে তারা জানাবে একই কথা আদালতের ক্ষেত্রেও বলা হয়েছে।