বন্ধ হচ্ছে ফেসবুক লাইভে প্রোডাক্ট বিক্রি!!

ফেসবুক তাদের একটি ব্লক পোষ্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা আর ফেসবুক লাইভে প্রোডাক্ট বিক্রি অপশনটি রাখছেন না আগামী অক্টোবর মাস থেকে। ফেসবুক লাইভ এর মাধ্যমে বাংলাদেশসহ পৃথিবীর অনেক মানুষ তাদের প্রোডাক্ট সেল করতে। যার মাধ্যমে কাস্টমার এবং লাইভ থাকা ব্যক্তি সরাসরি যোগাযোগ করতে পারত। 


যার ফলে ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে ফেসবুক ও অনেক টাকা আয় করত। ফেসবুক জানিয়েছে তারা instagram এর ছোট ছোট যে শর্ট ভিডিও আছে এর মাধ্যমে নতুন কিছু আনতে চলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী ফেসবুকের যে লাইব হয় ফলের মানুষের আগ্রহ কমে যাচ্ছে। এই জন্য তারা শর্ট ভিডিওকে প্রাইওরিটি দিচ্ছে। আমার ফেসবুক বলতেছে তারা লাইব অপশনটিকে একেবারেই বাদ দিচ্ছে না যে কেউ চাইলে লাইভ করতে পারবে কিন্তু স্পেশাল ফেসবুক লাইভ অপশনটি ছিল এটি বন্ধ করে নিচ্ছে। 

নবীনতর পূর্বতন