Cheap Budget Best Quality Headphone | Remax Rm 512 Headphone | Review Bangla

আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিবো আপনাদের প্রতিদিন এর ব্যাবহারিত প্রিয় একটি আক্সসরিস ইয়ারফোন। আপনার যারা খুব কম বাজেট এর মধ্য ইয়ারফোন খুঁজছেন তাদের জন্য।


দারুন একটি ইয়ারফোন Remax এর RM-512 মডেলের In-ear Wired Music Earphone , এতে রয়েছে 1.25m মিটার এর ওয়ার যার এক পান্তে 3.5mm একটি জ্যাক যেটি সাহায্য এন্ডড়য়েড এবং আইফোন এ ব্যাবহার করতে পারবেন, এবং আর এক পান্তে রয়েছে দুটি এয়ার স্পিকার যেটা 3D Surround Bass, তাছাড়া এটি গান শোনা ছাড়াও কথা বলার জন্য একটি মাউথ স্পিকার এবং কল ধরার জন্য একটি সুইচ বাটুন রয়েছে । এতে কিছু অসুবিধা রয়েছে এতে কল ধরার জন্য সুইচ বাটুন থাকলেও এতে গান প্লে বা পরিবতন করার জন্য কোন বাটুন নাই। 95dB Sensitivity স্পিকারটি Frequency response 20-20kHz, বাজারে কিনতে গেলে এটি তিনটি কালারের পাবেন, রেড,ব্লাক এবং হোয়াইট । এই ইয়ার ফোনটির সাথে পাবেন ফ্রী টু পেয়ার ইয়ার টিপ যেটি বিভিন্ন সাইজ এর হয়ে থাকে যেটি আপনি আপনার ইয়ার এর সাথে মাচ করে ব্যাবহার করতে পারেন। সব মিলিয়ে খুব কম বাজেটর ইয়ারফোন গুলো্র মধ্য আমরা কাছে বেস্ট ইয়ারফোন মনে হয়েছে।








2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন